আশুলিয়া থানার ওসি ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, February 11, 2020

আশুলিয়া থানার ওসি ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার


আশুলিয়া প্রতিনিধি: ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) মিল ব্যারাক পুলিশ লাইন্স এ মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার তাকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, আমাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় ঢাকা জেলার মাননীয় পুলিশ সুপার সহ সকল অফিসারদের প্রতি আমি কৃতজ্ঞ।
আমার আশুলিয়া থানার সকল অফিসার এবং ফোর্সদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকল সহকর্মীবৃন্দ ভালো কাজ করায় আজ আমি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হলাম।পরে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages