গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম জহিরুল ইসলাম (৫৭)।
রোববার রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম। এর পর তাকে হাসপাতালে নেয়া হলে দিনগত রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জহিরুল ইসলামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার জানান, কারাগারের ভেতর রাতে কয়েদি জহিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। এর পর দ্রুত তাকে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন জহিরুল ইসলাম। ১৯৯৯ সালের ১৯ জুলাই থেকে তিনি ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন। গত ৩০ জানুয়ারি তাকে এই কারাগারে আনা হয়