নেহা-আদিত্যর বিয়ের খবরটি মিথ্যা - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, February 19, 2020

নেহা-আদিত্যর বিয়ের খবরটি মিথ্যা


অনলাইন ডেস্ক : এতো হইচই তাদের বিয়ে নিয়ে। যদিও একটা অংশ আগেই ধরে নিয়েছিল গায়িকা নেহা কাক্কর ও উপস্থাপক আদিত্য নারায়ণের বিয়ে ঘোষণা শুধুই আলোচনা।
শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো। ‘ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানের টিআরপি বাড়ানোর জন্যই এই মিথ্যার আশ্রয় নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ।
অথচ আদিত্য বা নেহা কেউই সরাসরি এই বিষয়ে কিছু বলেননি। অবশেষে মুখ খুললেন তারা।
ভারতীয় গণমাধ্যমের খবর, বিষয়টি নিয়ে আদিত্য নারায়ণ বলেন, আমার হাতে কিছুই ছিল না। যখন বুঝলাম জল এতোদূর গড়িয়েছে, ততক্ষণে অনেক  দেরি হয়ে গেছে। নেহাকেও বারবার বিয়ে সম্পর্কে জিজ্ঞেস করা ওর জন্যও বেশ অস্বস্তিকর। আমাকে যখন প্রথম প্রস্তাব দেয়া হয় আমি চ্যানেল কর্তৃপক্ষকে বারবার বলেছিলাম, ব্যাপারটা যেন বেশিদূর না গড়ায়। কিন্তু তারপর যা হলো!
অন্যদিকে নেহা কাক্করকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি অট্টহাসিতে ফেটে পড়েন। বুঝিয়ে দেন, সবই টিআরপির খেল!

Post Bottom Ad

Responsive Ads Here

Pages