টঙ্গীতে বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ, ৪ ট্রাক চালক আটক - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, February 8, 2020

টঙ্গীতে বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ, ৪ ট্রাক চালক আটক

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলায় হয়েছে। পুলিশ ৪ ধর্ষককে গ্রেফতার করেছে।
তারা হল তোফাজ্জল, নয়ন, বাবু ও শহীদুল ইসলাম।টঙ্গী পূর্ব থানার ওসি জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চেরাগ আলী থেকে বাসায় ফেরার পথে হকের মোড় এলাকা থেকে ওই নারীকে তুলে নেয় চার ট্রাক চালক।
পরে তারা একটি ট্রাকের ওপর নিয়ে তাকে গণধর্ষণ করে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages