আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ায় অজ্ঞাত এক যুবককে গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ের ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে অজ্ঞাত (৩০) যুবককে গলা কেটে হত্যা করে কে বা কারা লাশটি ফেলে রেখে যায়। পরে সকালে ওই বাঁশ ঝাড়ের ভিতরে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখে লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
অজ্ঞাত ওই যুবকের পরনে ছিল প্যান্ট ও সোয়েটার। এসময় ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি হেলমেট ও হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা মোটরসাইকেল ছিনতাই করে ঐ অজ্ঞাত যুবককে হত্যা করে পালিয়ে যায় ।
পরে ময়না তদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে আশুলিয়া থানার এসআই হারুন জানান, অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।