গাজীপুরের কালীগঞ্জে সালমান শাহ’র ভাস্কর্য নির্মাণ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, February 14, 2020

গাজীপুরের কালীগঞ্জে সালমান শাহ’র ভাস্কর্য নির্মাণ


গাজীপুর প্রতিনিধি: সালমান শাহ’র এক ভক্ত কালীগঞ্জের উলুখোলার বর্তুল উত্তরপাড়া গ্রামে ‘স্বপ্নের ঠিকানা’ নামে একটি রিসোর্ট নির্মাণ করেছেন। সেখানে গড়ে তুলেছেন অমর নায়ক সালমান শাহ’র একটি নান্দনিক ভাস্কর্য।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্টে মোড়ক উন্মোচন করা হয়েছে ভাস্কর্যটির।
বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে ২৩ বছর আগে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। সালমান শাহ্‌র সবচেয়ে সুপারহিট সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। আর এই সিনেমাটির নামে তার এক ভক্ত মো. রাশেদুল ইসলাম (রাশেদ খান) নির্মাণ করেছেন ‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্ট।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’- এর নির্মাতা সোহানুর রহমান সোহান। আরও ছিলেন সালমানের ‘সুজন সখী’ সিনেমার পরিচালক শাহ আলম কিরণ, ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার সহকারী পরিচালক শিল্পী চক্রবর্তী।
‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্টের প্রতিষ্ঠাতা রাশেদ খানের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহীলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী, সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তাঁরা সবাই এই রিসোর্টের মাধ্যমে সালমান শাহ’র প্রতি ভালোবাসা ও সম্মান দেখানোর প্রচেষ্টার জন্য রাশেদ খানকে অভিনন্দিত করেন।
রাশেদ খান ‘স্বপ্নের ঠিকানা’ নিয়ে বলেন, অনেকদিন ধরেই ইচ্ছে ছিলো প্রিয় নায়কের জন্য কিছু করবো। অবশেষে বাড়ির পাশে গড়ে তুলেছি সালমান শাহের সবচেয়ে সুপারহিট সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’ নামের এই রিসোর্ট। সালমান শাহ আমার স্বপ্নের নায়ক, স্বপ্নের মানুষ। তার জন্য কিছু করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। আশা করি সালমান ভক্তরা এখানে ঘুরতে আসবেন। সালমান শাহকে যারা ভালোবাসেন তাদের আমি অন্তর থেকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে তিনি এই রিসোর্ট বানাননি। তবে কেউ শুটিং বা পিকনিকের জন্য চাইলে সুলভমূল্যে এটি ভাড়া নিতে পারবেন। এখানে দুটি দৃষ্টিনন্দন বাড়ি, নান্দনিক লোকেশনের ব্যবস্থা আছে। পাশাপাশি শিশুদের জন্যও আছে বিনোদনের নানা ব্যবস্থা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages