আশুলিয়ায় অপহরণের পর মুক্তিপন আদায়ের অভিযোগে গ্রেফতার ১ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, February 16, 2020

আশুলিয়ায় অপহরণের পর মুক্তিপন আদায়ের অভিযোগে গ্রেফতার ১


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার কবিরপুর এলাকায় অপহরণের পর  মারধর ও মুক্তিপন অদায়ের অভিযোগে  আসিফ (২৮) নামের এক অপহরণকারী কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানায় দায়েরকৃত  মামলার নং ৬৪ সূত্রে জানা যায়, গত ২০/০৭/১৯ইং তারিখে আশুলিয়া কবিরপুরের দেওয়াপাড়া এলাকার স্থানীয়  ১-মোঃ আকাশ (২৫) পিতা-আনোয়ার হোসেন, ২- মোঃ আসিফ(২৮) পিতা বাদল মিয়া,৩-মোঃ আমিনুল ইসলাম(২৭) পিতা সিরাজ ও ৪মোঃ সুজন(২৮)পিতা মৃত নান্নু মিয়া নামের ৪জন একত্রিত হয়ে কবিরপুর এলাকায় বসবাসরত টাইলস মিস্ত্রি  মোঃ জহির মিয়া কে  অপহরণ করে তার স্ত্রীর কাছে ১লক্ষ টাকা মুক্তিপন দাবী করে পরে তার স্ত্রী বিবাসে ৩০০০০/(ত্রিশ হাজার)টাকা দেয়ার পর অনেক কাকুতি মিনতি করে স্বামী জহির মিয়া কে অপহরণের পরদিন মুক্ত করে। বর্তমানে অন্যানো অাসামীরা পালাতক রয়েছে। আজ(রবিবার) পুলিশের হাতে আটকৃত অপহরণ মামলার ২নং আসামী আসিফের ব্যপারে কবিরপুরে স্থানীয় বেশ কয়েক জানান, এহেন অপকর্ম নেই যা এই আসিফ করেনি। মাদক ব্যবসা, ডাকাতিসহ পোষক শ্রমিকদের থেকে জোর পূর্বক অর্থ হাতিয়ে নেয়ার মতো  জগন্য অপরাধের সাথে সে সরাসরি জড়িত তার নামে অাশুলিয়া থানায় ডজন খানেক অভিযোগ ও মামলা চলমাম রয়েছে।
সে ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অত্র এলাকাবাসী তাকে গ্রেফতারের দাবীতে বেশ কয়েকবার মানব বন্ধন করে এবং কয়েকটি জাতীয় দৈনিকে তার অপকর্মের ব্যপারে সংবাদ প্রকাশিত হয়। এসময় অত্র এলাকাবাসী পালিয়ে থাকা অপহরণকৃত এই মামলার অন্য সন্ত্রাসীদের কেও দ্রুত গ্রেফতারের দাবী জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages