সফিপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, February 13, 2020

সফিপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী




গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি সফিপুরে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন।
এরই মধ্যে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আনসার-ভিডিপি সদস্যরা সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।
সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে, অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ১টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন। এর পর বিকাল সাড়ে ৪টায় সংসদ অধিবেশনে যোগদান করবেন তিনি।
১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এর পর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages