সরকারের কাছে আর ন্যায় বিচার প্রত্যাশা করে না মানুষ: সুলতানা কামাল - Meghna News 24bd

সর্বশেষ


Friday, February 14, 2020

সরকারের কাছে আর ন্যায় বিচার প্রত্যাশা করে না মানুষ: সুলতানা কামাল


অনলাইন ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশের কাঠামোগত উন্নয়ন হলেও সামাজিক এবং সাংস্কৃতিক কোন ধরনের উন্নয়ন হয়নি, মানবাধিকার চরমভাবে ভূলুণ্ঠিত হচ্ছে। সে কারণে সরকারের কাছে আর ন্যায় বিচার প্রত্যাশা করে না মানুষ। খুন গুম হলেও আর বিচারের জন্য প্রার্থিত হয়না। মানুষ এখন কথা বলার সাহস পায় না।
আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন স্কুল অডিটোরিয়ামে ধ্রুবতারা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত যুব সংসদ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান সুলতানা কামাল।
সুলতানা কামাল বলেন, আমাদের দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চলছে যেখানে ন্যায়বিচার পাওয়ার কথা সেখানে আপসকামিতা হচ্ছে। আইনের শাসন লঙ্ঘিত হচ্ছে। ভারত বারবার কথা দেয়ার পরেও সীমান্ত হত্যা বন্ধ করছে না এটা বড় উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ ও আমরা দেখছি না। মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে না। মানুষের যদি মানবাধিকার রক্ষা না হয় তাহলে মানুষের মর্যাদা থাকেনা। মানবাধিকার রক্ষা মানে স্বাধীন থাকা। রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সরকারকেই এই অবস্থার উত্তরণ ঘটাতে হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages