তাপস পালের মৃত্যুতে মমতার শোক - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, February 18, 2020

তাপস পালের মৃত্যুতে মমতার শোক

অনলাইন ডেস্ক : মঙ্গলবার ভোর ভোর ৩টে ৩৫ মিনিটে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল৷ ২৮ তারিখ মুম্বই যান তাপস৷ সেখান থেকে ১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে যাওয়ার কথা ছিল তাঁর৷

প্রয়াত অভিনেতা ও প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে মমতার শোকবার্তা, বাংলা সিনেমার সুপারস্টার তাপস পাল৷ তৃণমূল পরিবারের সদস্য ছিলেন৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'তাপস পালের আকস্মিক মৃত্যুর খবরে আমি স্তম্ভিত ও শোকস্তব্ধ৷ তিনি ছিলেন বাংলা সিনেমার সুপারস্টার৷ একই সঙ্গে তৃণমূল পরিবারের সদস্য ছিলেন৷ দু দফায় সাংসদ ও বিধায়ক হয়ে মানুষের সেবা করেছেন তাপস৷ আমরা ওঁকে খুবই মিস করব৷ ওঁর স্ত্রী নন্দিনী, মেয়ে সোহিনী ও অগণতি ভক্তের সঙ্গে আমি সমব্যথী৷'

Post Bottom Ad

Responsive Ads Here

Pages