পাকিস্তানে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১০ - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, February 18, 2020

পাকিস্তানে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১০


অনলাইন ডেস্ক নিউজ : পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী হামলায় দুই পুলিশসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩০ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে সোমবার এ হামলার ঘটনা ঘটে।
কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা জানান, শহরে একটি ধর্মীয় গোষ্ঠীর সমাবেশ ছিল। সমাবেশস্থলে ঢোকার মুখে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটকে দিলে মুহূর্তের মধ্যে সে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই ২ পুলিশকর্মীসহ সাতজন নিহত হয়।
দেশটির হাসপাতালের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ পেয়েছি। আহত অবস্থায় ৩৫ জন ভর্তি হয়েছে, এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে এক অনুষ্ঠানে বলেন, আমি আপনাদের বলতে পারি যে, জঙ্গিদের কাছে পাকিস্তান আর নিরাপদ ঘাঁটি নয়। অতীতে যাই ঘটুক না কেন, আমরা আফগানিস্তানে শান্তি চাই। স্কাই নিউজ, ডন ও এএফপি

Post Bottom Ad

Responsive Ads Here

Pages