নিবার্চনের মনোনায়ন পত্র বিক্রয় শুরু করেছে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, February 26, 2020

নিবার্চনের মনোনায়ন পত্র বিক্রয় শুরু করেছে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব


আশুলিয়া প্রতিনিধি:  সাভার উপজেলার  অন্তরগত  ডিইপিজেড পুরাতন জোনের পাশে অবস্থিত  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২১ইং এর জন্য ১৭টি পদে অত্র ক্লাবের সদস্যদের মাঝে উৎসব ও আনন্দ মুখর পরিবেশে  মনোনায়ন পত্র বিক্রয় কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন ।
 আজ মঙ্গলবার অত্র ক্লাবের সদস্য নির্বাচন পরিচালনা কমিটির  প্রধান নির্বাচন কমিশনার মোতালেব হোসেন , সহকারি কমিশনার জাহাঙ্গির আলম প্রধান ও ফারুক হোসেনের হাত থেকে বিভিন্ন পদে প্রায় ২২জন পদ প্রার্থী মনোনায়ন পত্র সংগ্রহ করে। আগামীকাল বুধবার ও চলবে এ কার্যক্রম এরপর মনোনায়ন পত্র যাচাই বাচাই চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রচার প্রচারনা শেষে আগামী ৭ই মার্চ৭১ জন সদস্যের  ব্যালেট ভোটের মাধ্যমে বিশিষ্ট কমিটির মাঝে ১৭টি পদে মনোনিত প্রার্থীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages