সাভার প্রতিনিধি: সাভারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদীতে সর্বস্তররের জন সাধারণের শ্রদ্ধা নিবেদন। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে (প্রথম প্রহরে) সাভার সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ।
এ সময় তার সঙ্গে ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান, সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি।
এ ছাড়াও সাভার প্রেসক্লাবের সদস্য বৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। অন্যদিকে অাশুলিয়ার ডিইপিজের নতুন জোনের পাশে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ডিইপিজেডের পুরাতন জোনের পাশে অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য বৃন্দ ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন । সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ বেদীতে শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের জন সাধারণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।