বিনোদন ডেস্ক: এই প্রথম সুমন আনোয়ারের নির্দেশনায় মোশাররফ করিম ও ফারিয়া শাহরীন নাটকে অভিনয় করলেন। আর মোশাররফ করিম ও ফারিয়া শাহরীনের একসঙ্গে এটি তৃতীয় নাটক। নাটকের নাম ‘সাদা মানুষ’। নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। গেল ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে পূবাইলে শুটিং হাউসে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে বলে জানান সুমন আনোয়ার। মোশাররফ করিম বলেন, ‘সুমন আনোয়ারের সঙ্গে প্রথম কাজ। কিন্তু আমি তার গুণে মুগ্ধ। তার কাজ দেখি আমি। দারুণ একটি গল্প। একটি সহজ মানুষের গল্প, সুন্দর মানুষের গল্প। এই গল্প মানুষকে মানুষের ঠিকানা বলে দিবে। এই গল্প মানুষকে মানুষ হওয়ার নির্দেশ দিবে। আর এই নাটকে আমার সহশিল্পী ফারিয়ার সঙ্গে আগেও কাজ করেছি। মাঝে পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে মনযোগ দিতে পারেনি। কিন্তু সে ভবিষ্যতে আরো ভালো করবে, এটা আমি বিশ্বাস করি।’
ফারিয়া বলেন, ‘আমার জন্য ভীষণ ভালোলাগার বিষয় এই যে আমি পরপর তিনটি কাজ তিনজন গুণী শিল্পীর সঙ্গে করেছি। সর্বশেষ আমি সুমন আনোয়ারের নির্দেশনায় সাদা মানুষ নাটকে অভিনয় করেছি। আমি ভীষণ অসুস্থ থাকার পরেও কাজটি করেছি অনেক কষ্ট করে। মোশাররফ ভাই অনেক বড় মাপের একজন শিল্পী হয়েও অতি সাধারণ তার চলাফেরা। তারমধ্যে কোন অহংকার নেই। আমাকে ভীষণ সহযোগিতা করেছেন তিনি। আমাকে ভিন্ন একটি চরিত্রে দর্শকের ভালোলাগবে আশা করছি।’ এদিকে মোশাররফ করিম এরই মধ্যে শেষ করেছেন মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় ‘রোদের অপেক্ষা’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন ফারিন।