নিজস্ব প্রতিনিধি: আশুলিয়ার ধামসোনা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অত্র অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মতিউর রহমান মতিনের ৫৮তম জন্মদিন আজ বুধবার (১২ই ফেব্রুয়ারি) ।
যার নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথের আন্দোলন-সংগ্রামে ছিলো একাগ্র।
সেই অপ্রতিরোধ্য নেতার জন্মদিনটি অনেকটা নিরভেই পালিত হলো।
নেতাকর্মীদের ভালবাসায় দিনটি উপভোগ করছেন তিনি। এদিকে ঢাকা উত্তর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল, ধামসোনা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সহ -সভাপতি আবু সাদেক ভূইয়া মেম্বার, আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিকদার সহ কৃষকলীগ ,যুবলীগ,ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এ সময় তিনি নেতাকর্মী সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন।
অন্যদিকে মতিউর রহমানের জন্মদিন উপলক্ষে আশুলিয়া আওয়ামী লীগে তার অনুসারীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দনসহ তার দীর্ঘায়ু কামনা করেন।