ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের সালথায় পুর্বশত্রুতার জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশসহ ২৫ জন আহত হওয়ার ঘটনায় ফরিদপুরের সালথার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামানকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে তাঁকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সালথা থানায় একটি মামলা করে। মামলা নং-৪।
সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত সোমবার উপজেলার ইউসুফদিয়া গ্রামের সংঘর্ষে এস.আই মোস্তফাসহ ৫ জন পুলিশ আহত হয়েছে। এঘটনায় দুই দলের প্রধান ওয়াহিদুজ্জামান ও এনায়েত হোসেনসহ ৩০ জন এজাহারভূক্ত ও অজ্ঞাতনামা ২/৩ শত ব্যাক্তির বিরুদ্ধে পুলিশ বাদী মামলা দায়ের করে।