অনলাইন ডেস্ক : অবশেষে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে করোনা মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার সহায়তা তহবিলের ঘোষণা দেন তিনি।
শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফেডারেল সরকারের পূর্ণ ক্ষমতা প্রকাশের জন্য, আমি সরকারিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছি। সেইসঙ্গে তিনি বলেন, করোনার মোকাবিলা করতে ৫০ বিলিয়ন ডলার বিশাল অংকের টাকা। ট্রাম্প বলেন, ফেডারেল সরকারের পূর্ণ ক্ষমতা প্রকাশের জন্য, আমি সরকারিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছি। সেইসঙ্গে তিনি বলেন, করোনার মোকাবিলা করতে ৫০ বিলিয়ন ডলার বিশাল অংকের টাকা।
ট্রাম্প বলেন, আগামী ৮ সপ্তাহ ক্রিটিকাল, আমরা শিখতে পারি এবং এই ভাইরাসকে কোণঠাসা করবো। সেইসঙ্গে ট্রাম্প দেশটির প্রত্যেকটি হাসপাতালকে জরুরি প্রস্তুতি পরিকল্পনা নেয়ার আহ্বান জানান।