![]() |
প্রতিকি ছবি |
অনাইন ডেস্ক : মিরপুরের পল্লবীতে একটি মসজিদের ইমামের কাছে আরবি শিখতে গিয়ে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত ইমামের নাম নাজির হোসেন (২৩)। তিনি কুর্মিটোলা পূর্ব বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম।
এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ ওই ইমামকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাতে বলেন, ভুক্তভোগী মেয়েটি আজ ভোরবেলা আরবি শিখতে মসজিদে গিয়েছিল। এ সময় ওই ইমাম তাকে মসজিদের কাছের একটি মাঠে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত।’
এদিকে, ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।