রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, March 21, 2020

রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

অনলাইল ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন ও কার্যালয়ে পৌঁছেন তিনি। বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলছে, বৈঠকে দেশে করোনাভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করার বিষয়ে আলোচনা হতে পারে সাক্ষাৎ অনুষ্ঠানে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের কারণে বাংলাদেশ লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। বৈঠকে এ বিষয়টিও ওঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গেল বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages