আশুলিয়া প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দেশের এই ক্রান্তিলগ্নে সারা বিশ্বের মত বাংলাদেশেও এই ভাইরাস থেকে বাচঁতে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সরকার ও বিভিন্ন সংগঠণ। যার ফলশ্রুতিতে আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের উদ্যােগে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট ধলপুর ও শের আলি মার্কেটে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে।
শুক্রবার(২৭শে মার্চ) বিকেল জরুরী প্রয়োজনে আগত পথচারী ও এলাকার দোকানীদের মাঝে জীবানু নাশক স্প্রে দেয়ার পর মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী, সহ-সভাপতি মোঃ মনির হোসেন,মোঃ শামিম আহম্মেদ প্রমুুখ নেতৃবৃন্দ।