করোনা মোকাবিলায় জ্যাক মা’র সহায়তা আসছে রোববার - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Thursday, March 26, 2020

demo-image

করোনা মোকাবিলায় জ্যাক মা’র সহায়তা আসছে রোববার

images%2B%25289%2529
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে জ্যাক মা ফাউন্ডেশন ৩০ হাজার করোনাভাইরাস টেস্টিং রিএজেন্ট ও ৩ লাখ মাস্ক পাঠাচ্ছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা-এর দেয়া মেডিকেল সরঞ্জাম আগামী ২৯ মার্চ বাংলাদেশে পৌছাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বিশেষজ্ঞদের চাহিদা আছে। তবে বাংলাদেশে যৌক্তিক সময়ের মধ্যেই আসবে। তাছাড়া বিশেষজ্ঞ দল গঠন, তাদের প্রস্তুতি ও তাদের আসা ও কাজ করার প্রস্তুতির ব্যাপার রয়েছে।
এসময় তিনি আরও বলেন, চীনের মতো বাংলাদেশে দ্রুত হাসপাতাল তৈরি করে দেয়ার বিষয়টি বিবেচনায় রাখলাম এবং অবশ্যই আমরা সহযোগিতা করব।
এর আগে এক টুইটে জ্যাক মা এক টুইটে বলেন, ১৮ লাখ মাস্ক, ২ লাখ ১০ হাজার কোভিড-১৯ টেস্ট কিট, ৩৬ হাজার প্রতিরক্ষামূলক পোশাক, ভেন্টিলেটর, ফোরহেড থার্মোমিটার এবং অন্যান্য চিকিৎসা এবং মহামারী প্রতিরোধের সরঞ্জাম সরবরাহ করা হবে। বাংলাদেশ, আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এ সহায়তা পাবে।
প্রসঙ্গত, ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ জন।

Post Bottom Ad

Pages

undefined