যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজলায় করালখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান নামে আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছেন।
আনিছুর রহমান করালখালী গ্রামের মোসলেম আলীর ছেলে।
শার্শার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ কর্মী আনিছুর রহমান করালখালী গ্রামের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে একই গ্রামের নাসির নামে একজন আনিছুরের ঘাড়ে চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। হত্যার সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।