ফেসবুকে স্বেচ্ছাসেবক লীগ নেতার নামে ফেক আইডি, থানায় জিডি - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Tuesday, March 31, 2020

demo-image

ফেসবুকে স্বেচ্ছাসেবক লীগ নেতার নামে ফেক আইডি, থানায় জিডি

PicsArt_1585637065861

আশুলিয়া প্রতিনিধি : ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বল নাম বা ছবি ব্যবহার করে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি খুলে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করে আসছে এবং তার নামে নানা রকম কুৎসা রটাচগচ্ছে ।  বিষয়টি বুঝতে পেরে তিনি আশুলিয়া থানায় সোমবার(৩০শে মার্চ) দুপুরে  একটি সাধারণ ডায়েরি করেন।
FB_IMG_15856321568045477%257E2

জিডিতে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে কিছু কতিপয় ব্যক্তি আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে ,আমার নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা কিছু ফেইক ফেসবুক আইডি খুলেছে। আমরা উজ্জ্বল লীগ, উজ্জ্বল লীগ, এঞ্জেল অর্পা, মন পাখি সহ একাধিক ফেসবুক আইডি খুলে বিভিন্ন, অপ্রীতিকর পোস্টসহ আজেবাজে কমেন্ট, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে।
এ প্রসঙ্গে ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বল জানান,  অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক ইমেজ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এতে আমার ব্যবসায়ী ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়িক সুনাম রক্ষার্থে আমি আশুলিয়া থানায় একটি ডায়েরি করেছি।
এ ব্যপারে আশুলিয়া থানার এসআই সেলিম রেজা বলেন,অতি দ্রুত আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ।

Post Bottom Ad

Pages

undefined