নরসিংদীতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, March 20, 2020

নরসিংদীতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নরসিংদী প্রতিনিধি:
 নরসিংদীর ভগিরথপুরে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ভগিরথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের একজন হলেন- কান্দাইল এলাকার আব্দুল বারেক। অপরজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাধবদীর শেখারচর থেকে খুচরা ব্যবসায়ীরা একটি পিকআপ ভ্যানে কাপর বোঝাই করে ঢাকায় যাচ্ছিল।
পিকআপটি ভগিরথপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ দুই মারা যায়। আহত হন আরও দুইজন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই চালকসহ দুইজন মারা যান।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages