ভারতীয় সেনাবাহিনীতে করোনা ভাইরাসের আক্রমণ - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, March 18, 2020

ভারতীয় সেনাবাহিনীতে করোনা ভাইরাসের আক্রমণ

অনলাইন ডেস্ক :  এবার ভারতের সেনাবাহিনীতেও আক্রমণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এক সেনা সদস্যের শরীরে মারণ এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জিনিউজ।
খবরে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ছুটিতে ছিলেন ওই সেনা সদস্য। তারপর কাজ যোগ দিতেই তার দেহ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ল।
সম্প্রতি ইরান থেকে তীর্থ করে ফিরেছেন ওই সেনা সদস্যেরে বাবা। তার মা, বাবা, স্ত্রী, সন্তানকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় দফার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দেশে মোট ৭২ ল্যাবরেটরি চালু করা হয়েছে।
সংস্থার ডিরেক্টর ডা. বলরাম ভার্গব জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে আরও ৪৯ টি ল্যাবরেটরি চালু করা হবে। দেশের সব ল্যাবের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪২। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজনের। মঙ্গলবার কলকাতায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages