সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত - Meghna News 24bd

সর্বশেষ


Friday, March 13, 2020

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. শামসুদ্দিন নামে এক বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার নাজরান শহরে লরিচাপায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। সেখানে ব্যবসা করতেন এই বাংলাদেশি।
নিহত শামসুদ্দিনের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম।
নিহতের মামা সফিকুর আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নামাচ্ছিলেন। এ সময় সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন। তিনি আরো জানান, তার ভাগ্নের মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। সেখানে তার ছোট একভাই তা তদারকি করছেন।
এদিকে আকস্মিক সড়ক দুর্ঘটনায় মো. শামসুদ্দিনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 
তার বাবা, মা, স্ত্রী আর শিশু দুই সন্তান শোকে পাথর হয়ে গেছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages