কুয়েতে কারফিউ জারি অমান্য করলে তিন বছরের জেল - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, March 22, 2020

কুয়েতে কারফিউ জারি অমান্য করলে তিন বছরের জেল

অনলাইন ডেস্ক :  সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার রোধে কুয়েতে কারফিউ জারি করা হয়েছে। এ নির্দেশ অমান্য করলে তিন বছরের জেল বা অনধিক ১০ হাজার কুয়েতি দিনার জরিমানার কথা বলা হয়েছে।
রোববার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ বলবৎ থাকবে। খবর তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলুর।

দেশটির উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ বলেন, কেউ নির্দেশনা ভঙ্গ করলে তিন বছর পর্যন্ত জেল অথবা ১০ হাজার কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হবে।
তিনি বলেন, করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে পূর্ব সতর্কতামূলক এ কারফিউ জারি করা হয়েছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার দেশটিতে ১৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সবমিলিয়ে আরব্য উপসাগরীয় দেশটিতে ১৭৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ দিকে কুয়েতে সরকারি ও বেসরকারি সব অফিস আরও দু’সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সারা বিশ্বে ৩ লাখ ৭ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages