ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে চলন্ত ভ্যানে গাছ চাপা পড়ে পাঁচ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুই জন।
সোমবার দুপুরে ধামরাইর কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ বলছে দুপুরে ধামরাইর বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে আট যাত্রী বয়স্ক ভাতার কার্ড নিয়ে ভাড়ায় চালিত ভ্যানে করে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে যাচ্ছিলেন, পরে তাদের ভ্যানটি কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কে পৌঁছেলে সড়কের একটি কড়াই গাছ কাটার সময় ওই গাছটি ভ্যানের উপর পড়ে যায়।
এসময় ভ্যানে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় অন্তত দুই জন। পরে স্থানীয়রা আহত দুই জনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কাওয়ালীপাড়া জনতা কল্যাণ ক্লিনিকে ভর্তি করে। নিহত পাঁচ জনের মধ্যে তিন জন নারী ও দুইজন পুরুষ রয়েছে। তাদের বাড়ি ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন সামছুল হক (৭০), মাজেদা বেগম (৬৮), আয়শা খাতুন (৬৬), নুরু মিয়া (৬৫),ও তার স্ত্রী কুলসুম বেগম (৬০)।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, অসাবধানতা বসত সড়কের উপর গাছ পড়ে তাদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা যথাযথ ব্যাবস্থা নিচ্ছি।