টাঙ্গাইলে ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, March 19, 2020

টাঙ্গাইলে ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি : করোনাভাইরাস মোকাবেলা ও সংক্রমণ আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ও ইতিমধ্যে বাংলাদেশে এ রোগ শনাক্ত হওয়ার কারণে সরকারের প্রচেষ্টার অংশহিসেবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ বন্ধ করা হয়েছে।
দর্শনার্থী ও মুসুল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে মসজিদটি নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হবে।
উল্লেখ্য, ২০১ গম্বুজ মসজিদে একসঙ্গে ১৫ হাজার মুসল্লি নামাজে অংশ নিতে পারে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages