আশুলিয়া প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ভাদাইল উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ শে মার্চ শে মার্চ) বিকেলে আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কেট এলাকায় কর্মহীন হত দরিদ্রের মাঝে চাল, ডাল, আলু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়ে।
এ সময় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য হাজী আবু সাদেক হোসেন ভূইয়া, , ধামসোন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতিন, আশুলিয়া থানার শ্রমীক লীগের সহসভাপতি মোখলেছুর রহমান (কাজল),ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আমিনুল ইসলাম,ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে যুক্ত ছিলেন ভাদাইল উত্তর পাড়া যুব সমাজের জাকির হোসেন, সুমন,ইমরান,সজল,রাজু,খলিল ও সুকুর আলী।