আশুলিয়া প্রতিনিধি :
কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে।পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ শেখ মোহাম্মদ উজ্জল।
জন্মদিনে ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় ও ভালবাসায় সিক্ত হলেন ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল ।
জন্মদিন উপলক্ষে গত মঙ্গলবার আশুলিয়ার ভাদাইল বাজার সংলগ্ন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য অাবু সাদেক ভূইয়ার অফিসের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান ও কেকে কেটে জন্মদিন পালন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুলিয়ার ধামসোনা আ.লীগের সভাপতি অাব্দুল লতিফ মন্ডল, ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ আবু সাদেক ভুইয়া, ধামসোনা কৃষকলীগের সভাপতি কিসমত আলী, ধামসোনা ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শফি মাতবর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।