বাজারে এলো ২০০ টাকার নোট - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, March 17, 2020

বাজারে এলো ২০০ টাকার নোট

বাজারে এলো ২০০ টাকার নোট
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে ২০০ টাকা মূল্যমানের নোট।
মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো এই টাকা বাজারে ছেড়েছে।
বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতোই ২০০ টাকার নোট ছাড়া হবে। ২০২১ সাল থেকে নিয়মিত নোট বাজারে থাকবে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রাও পাওয়া যাচ্ছে।
২০০ টাকার নোটের ওপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা রয়েছে। তবে ২০২১ সাল থেকে যে নোটগুলো ছাড়া হবে, তাতে আর তা লেখা থাকবে না।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages