তুরাগে ভুয়া ডিবি পুলিশ আটক - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, March 19, 2020

তুরাগে ভুয়া ডিবি পুলিশ আটক

অনলাইন প্রতিবেদক : রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলা এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ের এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। আটক ব্যক্তি শেরপুর জেলার মকসেদপুর উপজেলার কাইলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনুর রশিদ (৪৬)।
বৃহস্পতিবার দুপুরে তুরাগের বাউনিয়ার বটতলা এলাকা থেকে তাকে আটক করে এলাকাবাসী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাউনিয় বটতলা এলাকার রাজীবদের বাড়ির ২ তলার এক ভাড়াটিয়ার নিকট মামুনুর রশিদ ডিবির ওসি পরিচয় দিয়ে তাকে ইয়াবার ব্যবসার অপবাদ দিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন। পরে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে পাশের ফ্ল্যাটে প্রতিবেশীকে ডাকলে বাড়ি ২ তলা থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে উত্তমমাধ্যম দিয়ে তুরাগ থানা খবর দেন এলাকাবাসী।
পরে তুরাগ থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মামুনুর রশিদের (৪৬) নিকট থেকে বেশ কয়েকটি থানার মোবাইল নাম্বার সম্বলিত লিফলেট, কয়েকটি ফাইল এবং ১৪ পিস ইয়াবা উদ্ধার করে।
এবিষয়ে তুরাগ থানার   ঘটনার সত্যতা নিশ্চিত করেন তুরাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মফিজুল ইসলাম জানান, আমি বিষয়টি জানতে পেরেছি। আমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমি বিষয়টি খতিয়ে দেখছি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages