সাভারে বিদেশ ফেরত ২৮ জন হোম কোয়ারেন্টাইনে - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, March 19, 2020

সাভারে বিদেশ ফেরত ২৮ জন হোম কোয়ারেন্টাইনে

সাভার প্রতিনিধি :  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নোবেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। এদের মধ্যে অধিকাংশই ইতালি ফেরত প্রবাসী।
বৃহস্পতিবার তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সাভারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মোহাম্মদ সায়েমুল হুদা মুঠোফোনে জানতে চাইলে জানান, সাভারে এ পর্যন্ত মোট ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার হয়েছে। সকলের জন্য একজন করে সহকারী রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ২৮ জনের মধ্যে ১৫-২০ জন রয়েছেন ইতালি প্রবাসী।
এছাড়াও আরও রয়েছে সিঙ্গাপুর, সৌদি আরব, জাপান প্রবাসীরা। তাদের মাধ্যমে যেন অন্য কারো কাছে ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেজন্যেই মূলত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এছাড়া তিনি জানান, এ মুহুর্ত পর্যন্ত সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে কোন করোনা আক্রান্ত রোগী নেই। তবে নতুন করে কেউ আক্রান্ত হলে তাদের জন্য মোট ছয়টি আইসোলেশন প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages