মাথার উপর বহুতল ভবনের ছাদের রেলিং ভেঙ্গে পড়ায় অটোরিকসা চালকের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, April 15, 2020

মাথার উপর বহুতল ভবনের ছাদের রেলিং ভেঙ্গে পড়ায় অটোরিকসা চালকের মৃত্যু



মাসুদ রানা : আশুলিয়ার গাজিরচটে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার গিয়াস উদ্দিনের বহুতল ভবনের ছাদের রেলিং ভেঙ্গে মাথার উপর পড়ায় রিকসা চালক সাব্বির (২৪) মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে আশুলিয়ার গাজিরচট মোসুমী মার্কেট এলাকায় অার্মির অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার গিয়াস উদ্দিনের ৫তলা বাড়ির ভাড়াটিয়া দোকান থেকে কিছু মুদি মালামাল কিনে অটোরিকশা চালক সাব্বির(২৪) কে ভাড়া করে তার বাসায নিয়ে আসে ।
এসময় বাড়ির সমানে এসে তাকে মালামাল গুলো উপরে তুলে দিতে বলে। সে মালগুলো উপরে তুলে দিয়ে নিচে আসার পর আকস্মিক কাল বৈশাখের  ঝড়ে ছাদের উপরে ইটের গাঁথুনি দেয়া নড়বড়ে রেলিং ভেঙে অটোরিকশা চালক সাব্বিরের গায়ের উপর পড়ে এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত অটো রিকসা চালক অবিবাহিত ছিল। সে ডেন্ডাবর কবরস্থান রোডে মা বাবার সাথে ভাড়া বাসা থাকতো।
এ সময় করোনাভাইরাস কারণে বাসায় অবস্থান নেয়া শত শত লোকজন সেখানে জড়ো হতে থাকে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে আশুলিয়া থানার অফিসার-ইনচার্জ(ওসি) শেখ রিজাউল দিপু  জানান, বাড়ির মালিক গিয়াস উদ্দিন নিহতের পরিবার কে ক্ষতিপূরণ দেয়ায় তারা নিজেরাই বিষয়টির নিষ্পত্তি করেছে। নিহতের পরিবারের অনুরোধে লাশের ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages