মাসুদ রানা : করনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ। সরকারি নির্দেশনা মেনে ধারাবাহিকভাবে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করছে সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (৪ ঠা এপ্রিল) বিকালে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদারবাগ , ধলপুর উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব মেনে কর্মহীন অসহায়-দুস্থ দিনমজুর পরিবারের কয়েকজনকে রাস্তায় এবং কয়েকজনকে বাসায় গিয়ে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল-সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুম পারভেজ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সী।
খাদ্য বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগীতায় ছিলেন,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন।