নাইটগার্ডদের ইফতার সামগ্রী দিল ধামরাই পুলিশ - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, April 21, 2020

নাইটগার্ডদের ইফতার সামগ্রী দিল ধামরাই পুলিশ


ধামরাই প্রতিনিধিঃ আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ধামরাই উপজেলার সকল গ্রামপুলিশ ও নাইটগার্ডদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার রাতে সোমভাগ বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্তব্যরত নাইটগার্ড ও গ্রামপুলিশদের এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা, ওসি (অপারেশন) মাসুদুর রহমান, ওসি (তদন্ত) কামাল হোসেনে, সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলীসহ ধামরাই থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইফতার সামগ্রী বিতরন শেষে ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নির্দেশনায় তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন।
তিনি আরও জানান, নাইটগার্ড ও গ্রামপুলিশদের পাশাপাশি উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, হিজরা সম্প্রদায়ের সদস্যবৃন্দ এবং দুঃস্থ ব্যক্তিদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages