মাথার চুল বিক্রি করা সেই মায়ের সাহায্যে এগিয়ে এলেন সাভার উপজেলা চেয়ারম্যান - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, April 21, 2020

মাথার চুল বিক্রি করা সেই মায়ের সাহায্যে এগিয়ে এলেন সাভার উপজেলা চেয়ারম্যান


 মাসুদ রানা : সাভারে মাথার চুল বিক্রি করে শিশুর দুধ আর খাবার কেনা সেই মায়ের সাহায্যে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান ।
আজ মঙ্গলবার (২১এপ্রিল)  বিকেলে গণমাধ্যমে বিয়টি প্রকাশ পেলে নজরে আসে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের, তিনি রাত ৯টার দিকে হাজির ঐ অসহায় মায়ের হাতে তুলে দেন নগদ ৬ হাজার টাকা সহ ১৫দিনের খাদ্য সামগ্রী।
উল্লেখ্য সাভার   করোনায় লকডাউনের কারণে বেকার হয়ে পড়া রিকসা চালক স্বামী আর দুই সন্তান নিয়ে অতি কষ্টে দিন কাট ছিলো সন্তানের দুধ ফুরিয়ে যাওয়া ও ঘরে খাবার না থাকার দরুন ১৮০টাকায় ফেরিওয়ালার কাছে মাথার চুল বিক্রি করে দুধ আর খাবার কিনে আনে সাভারের ব্যাংক কলোনী এলাকার নান্নু মিয়ার টিনসেট বাড়ির ভাড়াটি সাথী।
গণমাধ্যম কর্মীরা এ ব্যাপারে সংবাদ পরিবেশন করে। বিষয়টি নজরে আসে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের। তিনি রাতেই উপস্থিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages