সিলেটে শবেবরাতের রাতে নির্মম হত্যাকান্ডের শিকার প্রবাসী যুবক - Meghna News 24bd

সর্বশেষ


Friday, April 10, 2020

সিলেটে শবেবরাতের রাতে নির্মম হত্যাকান্ডের শিকার প্রবাসী যুবক

নিহত ফাহিম আহমদ 

সিলেট প্রতিনিধি: সিলেটে পবিত্র শবেবরাতের রাতে দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে এক যুবক।
 ফাহিম আহমদ (২৪) নামে এই কাতার প্রবাসী যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
 পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার  (৯ই এপ্রিল) রাত ১১ টার দিকে এমএসপির জালালাবাদ থানার টুকের বাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম হায়দরপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। তিনি প্রায় চার মাস আগে কাতার থেকে দেশে এসেছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে আর কাতার ফিরতে পারেনি।
পরিবারের চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি পঞ্চম।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। তবে কি কারণে খুন হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages