দেশবাসীকে ভিডিও কলে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, April 14, 2020

দেশবাসীকে ভিডিও কলে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি করোনাভাইরাস রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের মোবাইল ফোনে কল করে সবাইকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতি। পরে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
উপদপ্তর সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কার্যালয়ে কাজ চালানোর জন্য।’
করোনা পরিস্থিতির কারণে সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মী আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আসেন।
সায়েম খান আরো জানান, এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages