ডেস্ক নিউজ : জ্বর গলাব্যাথা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকদের সন্দেহ। ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন।
সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম ও সাধার সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন,সাংবাদিক হুমায়ুন কবির একজন দায়িত্বশীল ও নিষ্টাবান সাংবাদিক ছিলেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।