নোয়াখালীতে পূর্ব শক্রতার জেরে একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 5, 2020

নোয়াখালীতে পূর্ব শক্রতার জেরে একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ


নোয়াখালী  প্রতিনিধি: পূর্ব শক্রতার জের ধরে নোয়াখালীর সদর উপজেলায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকাউনিয়া গ্রামের মিয়ার বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- চরকাউনিয়া গ্রামের কালা মিয়ার ছেলে আবু জাকের, আবু জাকেরের ছেলে জহির উদ্দিন, আবুল কাসেমের ছেলে আবদুল মান্নান, আবুল কাসেমের মেয়ে নাজমা আক্তার।
জানা যায়, স্থানীয় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার
রাত ৯টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকাউনিয়া গ্রামের মিয়ার বাজারসংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এতে একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages