অনলাইন ডেস্ক : কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডাঃ মঈন উদ্দিনের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে'সহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
দাফন হতে পারে ঢাকায়, জন্মভূমি সিলেটে লাশ দাফনের চেষ্টায় আছেন স্বজনরা। তার সুমিষ্ট আর অমায়িক ব্যবহারের জন্য সবার কাছে তিনি জনপ্রিয় ব্যাক্তি ছিলেন।