আশুলিয়ায় কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের মাঝে মোস্তাক খানের খাদ্য বিতরণ - Meghna News 24bd

সর্বশেষ


Monday, April 27, 2020

আশুলিয়ায় কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের মাঝে মোস্তাক খানের খাদ্য বিতরণ

               
আশুলিয়া প্রতিনিধি:  করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী কিন্ডারগার্টেন শিক্ষকদে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আ. লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক খান।
রবিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া উত্তর পাড়া সিদ্দিক মাস্টার রোডে অবস্থিত দাইমুদ্দিন মাদবর মডেল হাইস্কুলের ১৫জন শিক্ষক/শিক্ষিকাদের মাঝে  চাল ডাল আলুসহ নিত্য প্রয়োজনীয় পন্য সমগ্রী বিতরণ করেন। 
 জানাযায়, মোস্তাক খান তার নিজস্ব উদ্যােগে অত্র স্কুলে সর্বমোট কর্মরত ১৫জন  শিক্ষক/শিক্ষিকার মাঝেই খাদ্যে সামগ্রী পৌছে দেন। 
এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকারো আহবান জানান।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রধান হালিম আহম্মেদ।
পরে তিনি জমগড়া কাঠাঁলতলা মোড়ে আরও ১৫জন কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages