শিক্ষকদের বেতনভাতা ও খাদ্য সহয়তা দিল দাইমুদ্দিন মাদবর মডেল হাইস্কুল - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 12, 2020

শিক্ষকদের বেতনভাতা ও খাদ্য সহয়তা দিল দাইমুদ্দিন মাদবর মডেল হাইস্কুল


আশুলিয়া প্রতিনিধি  :  করোনা ভাইরাসের সংক্রামন রোধে নিজ নিজ গৃহে অবস্থানবের জন্য বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। গত ১৮ মার্চ   সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। জানা গেছে ঈদুল ফিতরের আগে আর খোলা যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান গুলো।যার দরুণ বেসরকারী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা  পড়েছে চরম বিপাকে। আর দেশের এমন ক্রান্তিলগ্নে  আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া উত্তর পাড়া সিদ্দিক মাস্টার রোডে অবস্থিত দাইমুদ্দিন মাদবর মডেল হাইস্কুলের শিক্ষক/শিক্ষিকা সহ স্টাফদের গত মাসের বেতন ভাতা পরিশোধ করেছে পাশাপাশি তাদের এক মাসের খাদ্য সহয়তা দিয়েছে বলে জানান উক্ত স্কুলের সহকারী পরিচালক মো:ফুরকান উদ্দিন।
এ প্রসঙ্গে দাইমুদ্দিন মাদবর মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হালিম আহমেদ জানান, করোনা ভাইরাসের কারণে সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকেই আমাদের স্কুল বন্ধ রয়েছে এ সময় আমাদের ব্যাক্তিগত ফান্ড থেকে আমাদের বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা ও তিন জন স্টাফ সহ মোট  ১৫জনের   গত মাসের বেতন পরিশোধ করেছি,পাশাপাশি তাদের এক মাসের জন্য খাদ্য সহায়তা হিসেবে চাল ডাল তেল পেয়াজ লবন সবানসহ নিত্যাপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছি। এছাড়াও এই লকডাউনে আমাদের বিদ্যালয়ে অধ্যায়নরত গরিব অসহায় ছাত্র-ছাত্রীদের নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে আসছি।
তিনি আরো বলেন এ সময়ের উত্তরণ না হলে আগামী মাসেও নিয়মিত বেতনভাতা ও খাদ্য সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages