ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সেতুমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, April 11, 2020

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সেতুমন্ত্রী

ফাইল ছবি
অনলাইন ডেস্ক :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ বিতরণের নামে কোনও ধরণের অনিয়ম সহ্য করা হবে না।
শনিবার নিজের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি ত্রাণ যথাযথভাবে বিতরণ করতে হবে। স্বল্প আয়ের মানুষদের কাছে পৌঁছাতে হবে।
কেউ ত্রাণ আত্মসাৎ করলে বা এতে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, করোনা নামের অদৃশ্য শত্রুকে পরাজিত করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ঘরে অবস্থান এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে পারবেন না, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন।
‘করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি।’
পাশাপাশি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি এবং করোনা প্রতিরোধে দেয়া নির্দেশাবলী অক্ষরে অক্ষরে মেনে চলার অনুরোধ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই চলমান প্রয়াস আরও জোরদার করতে হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages