রাজশাহীতে ৬৭ বস্তা চালসহ আ. লীগ নেতা আটক - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 19, 2020

রাজশাহীতে ৬৭ বস্তা চালসহ আ. লীগ নেতা আটক


রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে খাদ্য বান্ধব কর্মসুচির (১০ টাকা কেজি) ৬৭ বস্তা চাল উদ্ধার হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকড়ী ইউনিয়ন আ.লীগ সভাপতি এবং ওএমএস ডিলার আলাউদ্দীন স্বপনের গোয়ালপাড়াস্থ বাড়িতে থেকে চালগুলো উদ্ধার করে পুলিশ।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ২০১২ সালের দিকে স্বপন আ.লীগে যোগদান করেন। এর আগে তিনি উপজেলা যুবদলের সভাপতি ছিলেন। উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, আটককৃত আলাউদ্দীন স্বপনকে দল থেকে বহিষ্কার করা হবে।
অভিযানের নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার বলেন, আলাউদ্দীন স্বপন তার লোকজন নিয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসুচি চালের বস্তা পরিবর্তন করছিলো। উপজেলা খাদ্য কর্মকর্তা জামালউদ্দীন জানান, গত ৬ এপ্রিল আলাউদ্দীন ওএমএস ডিলার হিসাবে কাকনহাট খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা (১৫ মেট্রিক টন) চাল উত্তোলন করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে ৭ এপ্রিল থেকে কার্ডধারী অতিদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু করে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপসহকারি কৃষি অফিসার জালালউদ্দীন দেওয়ান বলেন, ১৬ এপ্রিল আলাউদ্দীন স্বপন মোবাইল ফোনে জানায় ৪৯২ জনকে চাল দেয়া হয়েছে। আর ৮ বস্তা চাল তার গুদামে রয়েছে। পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাকিব সরকার বলেন, খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় একজন প্রতিমাসে ৩০ কেজি চাউল ১০ টাকা দরে পাবে।
ওএমএস ডিলার আলাউদ্দীনের কাছ থেকে ৫০০ জন অতিদারিদ্র মানুষ চাল পাওয়ার কথা। কিন্তু চাল না দিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে মজুদ রাখে সে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় আলাউদ্দীন স্বপনকে আটক করে তার কাগজপত্র যাচাই করা হচ্ছে। ইউএনও নাজমুল ইসলাম সরকার বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages