মুদি দোকানদারের বাড়ি থেকে ৩৮ বস্তা চাল উদ্ধার, আটক দুই - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, April 14, 2020

মুদি দোকানদারের বাড়ি থেকে ৩৮ বস্তা চাল উদ্ধার, আটক দুই


ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার দলিলউদ্দিন খায়ের হাট বাজারের জুয়েল নামে এক মুদি ব্যবসায়ীর ঘর এবং দোকান থেকে ৩৮ বস্তা সরকারি ওএমএস এর চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় দুই জনকে আটক করা হয়েছে। 
মঙ্গলবার দুপুরে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মাঝি বাড়ির মুদি ব্যবসায়ীর কাছ থেকে এ চাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এবং দৌলতখান থানার ওসি মো. বজলার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার পুলিশ।
অভিযানে প্রথমে ব্যবসায়ী জুয়েলের ঘর থেকে ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে দলিলউদ্দিন খায়ের হাট বাজারে তাদের দোকান থেকে আরও ৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ১০ টকা মূল্যে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল।
আটককৃত ও জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages