বিশ্বে করোনায় মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়ালো - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, April 21, 2020

বিশ্বে করোনায় মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়ালো



অনলাইন ডেস্ক : মহামারী করোভাইরাসে দুই শতাধিক দেশে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৪৭০ মানুষের প্রাণহানি ঘটেছে। মোট আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮২ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ হাজার ৩৩৬ জন এবং নতুন আক্রান্ত ৭৩ হাজার ৯২৮ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৫৯ হাজার ৫১৮ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৩৫৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৫২ হাজার ১৭০ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মারা গেছে আমেরিকায়। দেশটিতে একদিনেই মারা গেছে ১৯৩৯ জন। সেখানে মোট মৃত্যু ৪২ হাজার ৫১৭। নতুন আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১২৩।
২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে আমেরিকার পরেই আছে ফ্রান্স। দেশটিতে একদিনেই মারা গেছে ৫৪৭ জন। সব মিলিয়ে মারা গেছেন ২০ হাজার ২৬৫ জন। ফ্রান্সে নতুন ২ হাজার ৪৪৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।
তবে, মৃত্যুর মোট সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ইতালি। দেশটিতে ২৪ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর আধিক্যের দিক দিয়ে তৃতীয় দেশ স্পেন। সেখানে মারা গেছে ২০ হাজার ৮৫২ জন। এরপর ব্রিটেনে মৃত্যু ১৬ হাজার ৫০৯ জন। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছে ৪৪৯ জন।
এছাড়া গত একদিনে জার্মানিতে ২২০ জন, বেলজিয়ামে ১৪৫, তুরস্কে ১২৩, ব্রাজিলে ১২৫, কানাডা ১০৩, ইরান ৯১, নেদারল্যান্ডসে ৬৭ জন এবং সুইডেনে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় চীনে কোনো ব্যক্তি করোনায় মারা যায়নি বলে জানা গেছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages