অসহায় মানুষের বন্ধু হাজী মোশারফ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 26, 2020

অসহায় মানুষের বন্ধু হাজী মোশারফ


আশুলিয়া প্রতিনিধি :  না তিনি কোন জনপ্রতিনিধি নন । গোটা দেশের মানুষ তাকে চেনে ক্রিকেটের অন্ধভক্ত মোশারফ হিসেবে। ক্রিকেটের প্রতি মায়াথেকে দেশের মাঠের গন্ডি পেরিয়ে  বিশ্বকাপে বাংলাদেশ দলের ভক্ত হয়ে নিজ খরচে বিদেশের মাটিতে পা রেখে দর্শক গ্যালারিতে বসে চার ছক্কার সময় আনন্দে উৎবেলিত হয়েছেন আবার বাংলাদেশের খেলোয়ারদের আউটের দেখে অঝোর ধারায় কেঁদেছেন।

দৃশ্য গুলো দেখেছে  টিভি সেটের সামনে থাকা গোটা বিশ্ববাসী। অনেক-কে বলতে শুনি খেলাধুলা পাগল মানুষের মন নাকি নরম আর কোমল হয়।

সত্যিই তাই খেলাধুলা পাগল এই মানুষটি সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে মাহামারি করোনা থেকে সতর্কতার দরুণ বাসায় অবস্থান নেয়া কর্মহীন দতদরিদ্র অসহায় দুস্থ প্রতিবন্ধী ও কাউকে বলতে না পারা নিম্ন মধ্যবিত্ত মানুষের সাহায্য এগিয়ে এসে মানবিক আর কোমল হৃদয়ের পরিচয় দিয়েছন ।

তার লক্ষ হচ্ছে মানুষ গুলোকে একদিন মাছ মাংস খাইয়ে নয় অন্তত মাহামারি এইদিন গুলোতে ডাল ভাত খেয়ে বেচেঁ থাকার ব্যবস্থা করতে সহায়তা করা।
তাইতো প্রতিদিন নিজের বসবাসরত এলাকা দোসাইদ সহ আশুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নিজস্ব উদ্যোগে ঘরবন্দী মানুষগুলোর পাশে দাড়িয়ে নিয়মিত চাল ডাল তেল লবন আলু পেয়াজ, কাচা সবজি,ডিম দুধ ও রান্নাকৃত খাবারসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যসহ শিশুদের জন্য দুগ্ধ সরবরাহ করছেন।

আর এ কাজে তার সহযোগী তার সহধর্মিণী  নিজের ব্যাংকে গচ্ছিত আমানত ৮০হাজার টাকা এই মাহামারির সময় গরীব দুখিদর মাঝে বিলয়ে দিতে দান করেন। এছাড়াও ধর্মভীরু মানুষটি এলাকার মাদ্রাসা গুলোতে থাকা এতিম অনাথদের নিয়মিত খাদ্য সহয়তা দিয়ে যাচ্ছেন।

কিছু পেতে নয় সামাজিক দায়বদ্ধতা ও মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভেই তার এমন মহতি কর্মকাণ্ড। করোনা ভাইরাসের এই প্রকোপের সময় নিজেকে জাহির করতে নয় জনপ্রতিনিধি না হয়েও অনেক আগ থেকেই এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়নে সংপৃক্ততা ও যুবসমাজ কে নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে তার যথেষ্ট ভূমিকা রয়েছে ।  নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আয়ের একটি অংশ নিয়মিত সমাজসেবার পাশাপশি অসহায় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করছেন । রাজনীতির মাঠেও তার রয়েছে অবাধ বিচরণ নিজের সততা প্রজ্ঞা দিয়ে অর্জন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আশুলিয়া ইউনিয়নের যুগ্ন-আহবায়কের পদটি।
যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবাণে ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন ও যুগ্ন আহবাক মাইনুল হোসেন ভূঁইয়ার দিকনির্দেশনায় ক্ষুধা দরিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে ও বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপির  উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সহযোগী হয়ে এগিয়ে চলছেন তিনি। তাকে ইতিমধ্যে দেশের জাতীয় গণমাধ্যম সমুহে তার এমন কর্মকাণ্ড বেশ কয়েকটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।

এ প্রসঙ্গে হাজী মোশারফ হোসেন জানান,করোনা ভাইরাস প্রতিরোধে লক ডাউনের কারণে ঘরবন্দী মানুষের সহয়তায় গত ২৮শে মার্চ থেকে চলছে আমার খাদ্য সহয়তা, শিশুদের দুগ্ধ সহয়তা, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম এছাড়াও গতকাল আশুলিয়া ইউনিয়ন ৩ নংও ৪ নং ওয়াডে দোসাইদ এলাকার ২০টি মসজিদের ৬০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছি।
তিনি আরও বলেন, আমার কোন চাওয়া পাওয়া নেই চেয়ারম্যান এমপি হবার ইচ্ছে নেই, আমি মানুষের বিপদের সময় তাদের সহযোগীতা করতে পেরেছি এতেই আমি তৃপ্ত ।
আমি কারো ভালো করলে মহান আল্লাহতালা আমার ভাল করবেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages